Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE

Pages

{fbt_classic_header}

Header Ad

Breaking News:

latest

Ads Place

যেসকল লোকের সালাত (নামাজ) ও সিয়াম (রোযা) হবে না

 যেসকল লোকের সালাত (নামাজ) ও সিয়াম (রোযা) হবে না  রাসুল (ﷺ) এর মাযহাব (মত), ☜ لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ .(১) অ...

 যেসকল লোকের সালাত (নামাজ) ও সিয়াম (রোযা) হবে না 

রাসুল (ﷺ) এর মাযহাব (মত),

☜ لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ .(১)

অর্থঃ যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তার সালাত (নামাজ) হবে না।

☜ لاَ صِيَامَ لِمَنْ لَمْ يُجْمِعْ قَبْلَ الْفَجْرِ ‏.‏ (২)

অর্থঃ যে ব্যক্তি ফজরের পূর্বেই রাত্রে (ফরজ) সিয়ামের নিয়্যত করে না তার সিয়াম (রোযা) হবে না।

(১) বুখারী ৭২০ ইফাবা, 

(২) নাসাঈ ২৩৩৮ ইফাবা.

-------------------------------------------

২ টি হাদিসের শব্দ প্রায় একই। দেখুনঃ- 

لا صلاة لمن لم (১)

لا صيام لمن لم (২)


হানাফি ভাইয়েরা ২য় হাদিসটি মেনে নেয়, কিন্তু ১ম হাদিসটি মানতে চায় না। কারণ এতে হানাফি মাযহাব টিকে না 😂😂😂😂😂

▬▬▬▬ ◈◉◈ ▬▬▬▬

No comments

Ads Place