Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE

Pages

{fbt_classic_header}

Header Ad

Breaking News:

latest

Ads Place

আপনে প্রথমে একটা স্কেল নিলেন তারপর সেটার গায়ে কাটা দাগ দেখে বললেন এর মাপ ভূল। এটা বেশ অযৌক্তিক। ড.জাকির নায়িক।

প্রথমে একটা স্কেল নিলেন তারপর সেটার গায়ে কাটা দাগ দেখে বললেন এর মাপ ভূল।  এটা বেশ অযৌক্তিক....। ড.জাকির নায়িক। এই যে একটা সনদ...👇👇👇👇👇 و...

প্রথমে একটা স্কেল নিলেন তারপর সেটার গায়ে কাটা দাগ দেখে বললেন এর মাপ ভূল।  এটা বেশ অযৌক্তিক....।

ড.জাকির নায়িক।

এই যে একটা সনদ...👇👇👇👇👇

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ قَالَ،

[ওয়া হাদ্দাসানী আন মালেক, আন মুহাম্মদ বীন ইউসুফ আন  সায়িব ইবনু ইয়াজিদ আন্নাহু কলা]

অর্থাৎ মালেক বর্ণানা করছে মুহাম্মদ বীন ইউসুফ থেকে ইউসুফ বর্ণনা করছে সায়িব ইবনু ইয়াজিদ থেকে...।

[এটা হচ্ছে সহী-বুখারির একটি সনদ...।]👇👇👇👇👇👇👇👇👇👇

আর এই সনদেই ইমাম বুখারী তার বুখারিতে পরপর চারটি হাদিস এনেছেন।

তারমধ্যে দুটি হাদিস এর লিংক দেওয়া হলো। হাদিস নং ১৮৫৮ এবং ৪০৬২ 

[http://www.hadithbd.com/share.php?hid=25789] ১৮৫৮

[http://www.hadithbd.com/share.php?hid=28504]

[এখন যদি আপনাদের প্রশ্ন করি...। আচ্ছা ভাই বলেন তো যে সনদটি উপরে পেশ করলাম সহী বুখারীর অর্থাৎঃ]

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ قَالَ،

[ওয়া হাদ্দাসানী আন মালেক, আন মুহাম্মদ বীন ইউসুফ আন  সায়িব ইবনু ইয়াজিদ আন্নাহু কল] এই সনদটা কি দুর্বল...? 

.তখন সকলেই এক বাক্যে বলবেন না...না...। সহী-বুখারীর হাদিস তো দুর্বল হয়। তাছাড়া যে সহী বুখারীর রাবিদের উপর জারাহ করে সে হচ্ছে বিদআতি।

হ্যা এটা আমরা সকলেই জানি...।

তাহলে আপনেরা সকল হানাফিরাই বিদআতী বা সত্য বিমুখ...।

কারন এই সহী বুখারী একই সনদে ইমাম মালেক তার মুয়াত্তা মালেকে তারাবী নামাজ ৮ রাকাত তার হাদিস এনেছেন। হাদিস নং ২৪৪...। অবাক হওয়ার কিছুই নেয়। শুধু পড়তে থাকুন...।

হাদিসটি হচ্ছে...।

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ قَالَ،

[ওয়া হাদ্দাসানী আন মালেক, আন মুহাম্মদ বীন ইউসুফ আন  সায়িব ইবনু ইয়াজিদ আন্নাহু কলা]

অর্থাৎ মালেক বর্ণানা করছে মুহাম্মদ বীন ইউসুফ থেকে ইউসুফ বর্ণনা করছে সায়িব ইবনু ইয়াজিদ থেকে...। তিনি বলেন।

[উমার ইবনু খাত্তাব [রাঃ]উবাই ইবনু কা’ব এবং তামীমদারী [রাঃ]-কে লোকজনের মুসল্লিগণের জন্য ১১ রাক’আত তারাবীহ কায়েম করতে পড়াইতে নির্দেশ দিয়েছিলেন।

[মুয়াত্তা মালেক হাদিস নং ২৪৩]

হাদিসটির লিংক...।

[http://www.hadithbd.com/share.php?hid=73137]

অর্থাৎ ৮ রাকাতের তারাবীহর যে হাদিসটি ইমাম মালেক তার মুয়াত্তা মালেকে এনেছেন এই হাদিসটির সনদ হচ্ছে সহী বুখারীর হুবুহু সনদ। যা সহী-বুখারীর ১৮৫৮ এবং ৪০৬২ নাম্বার হাদিস দুটির হুবুহু মুল সনদ....।

[ তাই ৮ রাকাত তারাবীহর মুয়াত্তা মালেকের ২৪৪ নাম্বার হাদিসটির সনদকে যে সব অজ্ঞ লোকেরা দুর্বল বলার শ্রেষ্ঠা করে তাদের বিষয়টি হচ্ছে এই...।

আপনে একটা স্কেল দিয়ে একটা জ্যামিতি মাপতে গেলেন তারপর সেটাকে মাপতে না পেরে বললেন স্কেলের গায়ে কাটার দাগ ভুল। যা বেশ অযৌক্তিক। 

ড.জাকির নায়িক

No comments

Ads Place